আপনার অজান্তেই “ফেসবুক” আপনার যে ক্ষতিগুলো করছে

আজ থেকে দশ বছর আগে ফেসবুক এমন এক সোশাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করে, যার কাজ ছিল হাই স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। নিজে চিন্তা-ভাবনা, আলোচনা বা প্রোগ্রাম ঠিক করা বা তথ্য আদান-প্রদান ইত্যাদি কাজ চলতো এর মাধ্যমে। কিন্তু এর পর থেকে ফেসবুক অর্থ বানানোর প্লাটফর্মে পরিণত হতে লাগলো। যদিও এখন পর্যন্ত ফেসবুক সোশাল মিডিয়া হয়েই রয়েছে, তবুও অন্তত ৭টি কারণে এ বছরই ফেসবুককে বিদায় দেওয়ার পক্ষে মত দিয়েছেন ‘গিয়ার ল্যাব’-এর বিশেষজ্ঞরা। তারা বলছেন, কারণগুলো দেখুন এবং আপনিও এ বছরের মধ্যে ফেসবুককে ‘না’ বলুন।

১. সময়ের অপচয় : এটা বলা হয়, মানুষ প্রতিদিন গড়ে ১৭ মিনিট ফেসবুকে সময় দেন। এভাবে টানা ১০ বছর তারা ফেসবুকে থেকে জীবনের ৪০টি দিন শুধু লাইক করার কাজে নষ্ট করেছেন।

২. ফেসবুকের ফ্রি স্টাফ আমরা : ২০১২ সালের এক গবেষণায় জানানো হয়, ৬ লাখ ৮৯ হাজার ফেসবুক অ্যাকাউন্টের ওপর একটা পরীক্ষা চালানো হয়। ফেসবুক ‘ইমপ্রুভ ইওর সার্ভিস’-এর মাধ্যমে মূলত ব্যবহারকারীদের নিজেদের কাজেই ব্যবহার করে থাকে। অর্থাৎ আপনি ফেসবুক ব্যবহার করে মূলত তাদের অর্থ উপার্জনের পথ খুলে দিচ্ছেন।

৩. বিজ্ঞাপনের স্থান আপনি : ফেসবুকে যখনই আপনি কিছু সার্চ করছেন তখনই বিজ্ঞাপনের বিলবোর্ড হচ্ছেন আপনি। আপনার টাইমলাইনে নিয়মিত বিজ্ঞাপন আসতে থাকবে। আর অর্থ যাবে ফেসবুকের ঘরে।

৪. স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর : একটানা বহু সময় ফেসবুক ব্যবহারের ফলে মানুষের বিপাকক্রিয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এতে হজমে সমস্যা, দৃষ্টিশক্তিতে সমস্যাসহ সৃষ্টিশীলতা ধ্বংস হয়। ঘুমের ধারাবাহিকতাও বদলে যায়।

৫. এরা কারা? : দেখবেন, আপনার হয়তো ৫ শতাধিক বন্ধু রয়েছেন ফেসবুকে। এক গবেষণায় বলা হয়েছে, ব্যবহারকারীরা তার বন্ধুতালিকার ১০ শতাংশ মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন। বাকিরা এমনিতেই বন্ধু হয়ে যান। এই অপরিচিত মানুষগুলোকে বন্ধু ভেবে তাদের সঙ্গে সময় ব্যয় করা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।

৬. গোপনীয়তা থাকছে না : আপনি অনেক বিষয়েই গোপনীয়তা ধরে রাখতে চান। কিন্তু ফেসবুকের কারণে তা ধীর ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছে। অন্যকে দেখে গোপনীয়তা ধরে রাখতে ইচ্ছুক মানুষরাও তার গোপন বিষয় প্রকাশ করে ফেলছেন। এ নিয়ে পরিবার, সংসার ও সমাজে শুরু হচ্ছে নানা টানাপড়েন। তারওপর হ্যাকারদের অত্যাচার তো রয়েছেই।

৭. আপনার পোস্ট আসলে মূল্যহীন : আপনি কি ভাবছেন, কি করছেন, কি চাইছেন ইত্যাদি নিয়ে অন্যের সত্যিকার অর্থে কোনো চিন্তা নেই। কাজেই মনের যে কথাটি আপনি যত্ন ও আবেগের সঙ্গে তুলে ধরছেন, তা আসলে অন্যের কাছে মূল্যহীন। সেখানে লাইক ও কমেন্ট পেয়ে হয়তো তৃপ্তি পাচ্ছেন। কিন্তু যারা লাইক বা কমেন্ট দিয়েছেন তাদের কাজ ওই পরিসরেই সীমাবদ্ধ। কাজেই নিজের মূল্যবান চিন্তাধারা ফেসবুকে পোস্ট করা মানে উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছুই নয়।
Read More »

ফেসবুকের নতুম নিয়ম: না মানলে হতে পারেন ব্লক

বিশ্বব্যাপী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক নিয়ে মাতামাতির যেন শেষ নেই। মাতামাতি হবেনা কেন, এই ফেসবুকের কল্যাণেই তো অনেকদূরে থেকেও সবাই কতো কাছাকাছি।

কিন্তু সমস্যা হল ফেসবুক ব্যবহার করতে করতে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া নিয়ে। হুম এটা বর্তমান সময়ে খুবই ঘটছে। আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট চলতে চলতে হটাৎ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন অনেকের মনেই এই প্রশ্ন জাগে। সেই সব কারণ এর মধ্যে প্রধান কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো:

১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমণাত্মক এমন কিছু লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন তাহলে সেই ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন, ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি থেকে কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন।

২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ করার সময় কিছুটা পরিবর্তণ করে করে ম্যাসেজ করুন।

৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট একাধিক বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

৬. পর্নোগ্রাফি মানে অশ্লীল ফটো কিংবা ফটো পোস্ট বা আপলোড করতে আপনি ভালবাসলেও ফেসবুক কিন্তু এটা একেবারেই পছন্দ করে না তাই এই অশ্লীল ফটো ভিডিও পোস্ট থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৭. আপনি যদি আপনার নাম বাদে ফেক নাম মানে কোন কোন বড় সেলিব্রেটির নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেন এবং সেই অ্যাকাউন্ট এ অভিযোগ হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

৮. আপনি আপনার বাড়ির প্রিয় পোষা বিড়াল বা কুকুর টিকে খুব ভালবাসেন তাই তার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করে দিলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে ফেসবুক।

৯. আপনি যদি ভাবে আপনার অ্যাকাউন্ট টিকে আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন এর জন্য ব্যবহার করবেন তাহলে আপনি ভুল ভাবছেন এই ভাবে কোন অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে বাধ্য।

১০. এছাড়াও প্রচুর পরিমাণে বিরক্তি কর ফটো ট্যাগ, ফেক অ্যাকাউন্ট খুলে এবং সেটা ফেসবুক শনাক্ত করতে পারলেই সেই অ্যাকাউন্ট ব্লক করে দেয়।
Read More »

ফেসবুকে সার্চ করা যাবে পুরোনো পাবলিক পোস্ট

ফেসবুকে সার্চ করে এখন সহজেই অন্যদের পাবলিক পোস্ট খুঁজে বের করা যাবে। ফেসবুকে নতুন এই ফিচারটি যুক্ত করার কথা জানিয়েছেন ফেসবুকের হেড অব সার্চ টম স্টকি। দুই ট্রিলিয়ন অর্থাৎ দুই লক্ষ কোটি পাবলিক পোস্ট ফেসবুক ইতোমধ্যে তাদের সাইটে সার্চ করার জন্য যুক্ত করেছে। খবর – বিবিসি’র।

এর মানে হচ্ছে, এখন থেকে যে কারও পুরোনো পাবলিক পোস্ট অন্য ফেসবুক ইউজারের সার্চ রেজাল্টে দেখা যাবে। ধারণা করা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যাতে সংবাদ বা তথ্যের সন্ধানে অন্য সাইটে না গিয়ে ফেসবুকেই থাকে, সেজন্যে এই পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বে যখন বড় কোন ঘটনা ঘটে, তখন অনেকেই ফেসবুকে তাদের পরিচিতজনরা সে ঘটনায় কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটা জানতে চান। নতুন এই ফিচার যুক্ত হওয়ার পর এখন ফেসবুক ব্যবহারকারীরা সার্চ করে সহজেই এ ধরণের ঘটনায় মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করতে পারবেন।

ফেসবুকের টম স্টকি বলেন, কোন একটা মুহূর্তে বিশ্বের বেশিরভাগ মানুষ কোন বিষয়টি নিয়ে কথা বলছেন, ফেসবুকের সার্চ রেজাল্ট থেকে সেটা এখন সহজে বোঝা যাবে।

টুইটারে মোমেন্টস বলে যে নতুন ফিচার যুক্ত হয়েছে অনেকে ফেসবুকের এই নতুন ফিচারকে তার সঙ্গে তুলনা করছেন। তবে যারা চান না তাদের পুরোনো পাবলিক পোস্ট সার্চ রেজাল্টে দেখা যাক, তারা অপশনে গিয়ে চাইলে তা বন্ধ করে দিতে পারবেন।
Read More »

আপনার ফেসবুকে এক ক্লিকে সকল Friend Requests (Confirm ) করুন

এক ক্লিকে সকল ফেসবুক ফ্রেন্ড রিকোয়েষ্ট কনফার্ম করুন- যেই বিষয়টি নিয়ে আলোচনা করব , তা হল all Friend Requests কি ভাবে  এক সাথে Confirm করা যায় ,
প্রথমে আমাদের কম্পিউটার থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে Facebook Login করতে হবে এখন হোমপেজ থেকে ফ্রেন্ডরিকোয়েস্ট আইকন এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আকারে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো দেখাবে সেখান থেকে Friend Requests See All ক্লিক করতে হবে এতে করে সকল Friend Requests এক সাথে দেখা যাবে,

তার পর Web browser মজিলা ফায়ার ফক্স থেকে Console এ যেতে হবে রাইট বাটন এ ক্লিক করে ইন্সপেক্ট ইলেমেন্ট তারপর কনসোল এ ক্লি করে Code paste করতে হবে পোষ্ট এর শেষে কোড দেয়া অাছে কপি করে নিন,
অথবা
Google Chrome : Ctrl+Shift+I
অথবা
Opera mini : Ctrl+Shift+C


উপরের তিনটি ব্রাউসারের যে কোনটি থেকেই হবে এবং সাথে  সাথে আপনার সকল Friend Requests Confirm হতে থাকবে । দুই মিনিটেই কনফার্ম হয়ে যাবে আর ফ্রেন্ড রিকোয়েষ্ট সংখ্যা হাজারের উপরে হলে তিন থেকে চার মিনিট লাগতে পারে ।


নিচের কোডটি কপি করুন আর কনসোলে ক্লিক করে পেষ্ট করে এন্টার চাপুন


javascript:var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _4jy1 selected _51sy');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
Read More »

ফেসবুক ব্যবহার ছেড়ে দিতে চান ? যেভাবে পারম্যানেন্টলি আপনার ফেসবুক আইডি ডিলেট করবেন ।

ফেসবুক ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন ? আর ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন না ? যদি আপনি মনে করেন আপনার ফেসবুক আইডি পারম্যানেন্টলি ডিলেট করে দেয়াই ভালো হবে তাহলে এই পোস্টটি আপনার জন্য সহায়ক হবে ।

ফেসবুক একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট করতে প্রথমে

https://www.facebook.com/help/delete_account এখানে ক্লিক করুন আপনাকে দেখানো হবে আপনি কি সত্যিই ফেসবুক ডিলেট করতে চাচ্ছেন টিক চিহ্ন দিন তারপর পাসওয়ার্ড চাইতে পারে শিউর হওয়ার জন্য আসলেই আপনি ফেসবুক একাউন্ট ডিলেট করতে চাচ্ছেন কিনা যদি পাসওয়ার্ড না চায় তাহলে ক্যাপচা ভেরিফিকেশন চাইতে পারে অথবা আপনি রোবট কিনা অথবা কোন এপস ব্যবহার করে অটোমেটিক ডিলেট হচ্ছে কিনা সেটাও চেক করবে তারপর ডিলেট বাটনে ক্লিক করুন।

এখন একটি নোটিফিকেশন দেখাবে আপনি সত্যি যদি ডিলেট করতে চান তাহলে ১৪ দিনের মধ্যে অাপনার ফেসবুক একাউন্ট অটোমেটিক ডিলেট হয়ে যাবে ।

এর মধ্যে যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ‍পুনারায় ফেসবুকে লগিন করে তাহলে একাউন্ড পুনরায় একটিভ হয়ে যাবে আর যদি ১৪ দিনের মধ্যে আর লগিন না করেন তাহলে আপনার একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট এবং আপনি সফলভাবে আপনার ফেসবুক একাউন্ড ডিলেট করতে পেরেছেন ।

কনগ্রাচুলেশন ফেসবুক ছেড়ে দেওয়ার মতো কাজ সবাই পারে না।
Read More »

ডিসলাইক নয় ফেসবুকে চালু হলো ইমোজি বাটন

অবশেষে ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো অভিব্যক্তি প্রকাশের ছয়টি ইমোজি বাটন। এই ইমোজিগুলোতে লাইক-আনলাইক দু`টি অভিব্যক্তি প্রকাশের ব্যবস্থাই থাকছে। পরোক্ষভাবে এটিকে ডিসলাইক বাটনও বলা যেতে পারে।
শুরুতে শুধুমাত্র স্পেন ও আয়ারল্যান্ড এই দু`টি দেশ এই সুবিধা পাচ্ছে। এখন থেকে এই দুই দেশে ফেসবুকে কোনো পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো Love, Haha, Yay, Wow, Sad, Angry।

ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট, লেখা অনুযায়ী ইমোজি বাটনে চাপ দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।
এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।
ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। সেটাকে একটু ভিন্নভাবে চালু করা হলো। এখন থেকে কোনো পোস্টে লাইক দেয়ার ক্ষেত্রে নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে।
Read More »

ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

বিনামূ্ল্যে ইন্টারনেট সেবা পৌছে দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের আয়োজিত শরণার্থী বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুক সিইও মার্ক জাকার বার্গ। ইউরোপের শরণার্থীদের ক্যাম্পগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা পৌছে দিবে মার্ক।

শরণার্থীদের নিজেদের পরিবারের সাথে সহজে যোগাযোগ এবং ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবা নেওয়ার জন্য দেয়া হবে বিনামূল্যের এই ইন্টারনেট সেবা। এতে শরণার্থীরা নিজেদের মাঝে যোগাযোগের বিষয়টি রক্ষা করতে পারবে এবং নিজেদের সমস্যাগুলোর সমাধানের পথ খোঁজে নিতে পারবে।

ইন্টারনেট সেবা নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, 'বর্তমানে ইন্টারনেট ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। এটি এমন একটি সেবা যার দ্বারা জাতিসংঘের ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় এবং এটি দিয়েই মানুষকে দারিদ্রমুক্ত করা যায়।'

তিনি আরো বলেন, 'নতুন একটি প্রচারণা হাতে নিয়েছে ফেসবুক। যার লক্ষ্য হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া এবং আমরা এতে সফল হবো আশা রাখি।’

উল্লেখ্য, ফেসবুক জানিয়েছে বর্তমান বিশ্বে মোট ইন্টারনেট গ্রাহক রয়েছে তিনশো কোটি। নতুন এই প্রচারণার 'কানেক্টিভিটি ডিক্লেরাশন' নামের এই প্রচারণার মাধ্যমে আগামী এক বছরে ফেসবুক এই সংখ্যাকে চারশো কোটিতে নিয়ে যেতে চাচ্ছে।
Read More »

ফেসবুক প্রোফাইল পিকচার হবে ভিডিও

বিশ্বব্যাপী প্রায় একশো কোটিরও বেশি মানুষ প্রতিদিন সময় কাটাচ্ছে ফেসবুকে। তাই ফেসবুক ব্যবহারকারী বিশাল এ জনগোষ্ঠীকে সন্তুষ্ট রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে জাকারবার্গের এ সৃষ্টি। এই ধারাবাহিকতায় এবার আরো পাঁচটি নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। শিগগিরই ফেসবুকে ফিচারগুলো দেখবে পাবে ব্যবহারকারীরা।

 নতুন এই পাঁচটি ফিচারের মধ্যে প্রোফাইল পিকচারের বদলে প্রোফাইল ভিডিও যোগ করার বিষয়টি সবচেয়ে আলোচনায় এসেছে। তবে প্রোফাইল হিসেবে ভিডিও যোগ করার কথা বলা হলেও আদতে এটিকে ভিডিও প্রোফাইল বলা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে স্বয়ং ফেসবুক

ফেসবুক জানিয়েছে, মূলত এটি একটি জিআইএফ ফরমেটের ছবি। যা ভিডিওর মতই দেখাবে। ব্যবহারকারীরা কোন ভিডিওকে প্রোফাইল হিসেবে যুক্ত করতে চাইলে সেই ভিডিও থেকে সহজেই লুপিং ক্লিপ তৈরি হয়ে প্রোফাইলে যোগ হয়ে যাবে।
পাশাপাশি কোন উপলক্ষকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য কোন প্রোফাইল পিকচার সেট করে নেয়ার সুবিধাও চালু হবে। এই ফিচারের আওতায় নির্দিষ্ট সময়ের পরে আগের প্রোফাইল পিকচার স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।
এখন প্রোফাইল পিকচার বামদিকে থাকলেও ফেসবুকের স্মার্টফোন অ্যাপের জন্য প্রোফাইল পিকচার মাঝখানে নেওয়ার আরো একটি সুবিধা যুক্ত হচ্ছে । ফলে এখন থেকে প্রোফাইল পিকচার মাঝখানেও বসাতে পারবে স্মার্টফোন ব্যবহারকারীরা।
এছাড়া এখন প্রোফাইলের একদম উপরের দিকে দেখানোর জন্য আরও বাড়তি কিছু তথ্য যুক্ত করা যাবে। যার মধ্যে আছে এক লাইনের বায়ো সেকশন, কর্মস্থলের তথ্য এবং পাঁচটি পর্যন্ত ফিচারড ছবি।
Read More »

ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করে রাখুন

ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে কোন ভিডিও সামনে আসলেই স্বয়ংক্রিয়ভাবেই প্লে হয়ে যাচ্ছে সেটি। কোন ধরনের আগাম ঘোষণা না দিয়েই ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ

নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার বিষয়টিকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করছেন। যারা নতুন এই সেবাটিকে ঝামেলা মনে করছেন তারা চাইলেই বন্ধ করে রাখতে পারেন সেবাটিকে। আর এ জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে।

ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করে রাখুন

ভিডিওর অটো প্লে অপশনটি ফেসবুক তার ব্যবহারকারীদের সুবিধার জন্যই চালু করেছে। তবে এটি বন্ধ করতে হলে প্রথমেই যেতে হবে সিটিংস অপশনে। তারপর সেখান থেকে ভিডিও লিখা অপশনে ক্লিক করার পর 'অটো প্লে ভিডিওস' লিখা আসবে। সেখানটার ডান দিকে থাকা Default বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেন্যু চলে আসবে। সেখানে Off লিখা অপশনটি নির্বাচিন করে দিলেই বন্ধ হয়ে যাবে নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে প্লে হওয়া ভিডিওগুলো
আবার পরবর্তীতে কোনো সময় অটো প্লে'র প্রয়োজন মনে করলে একই সেটিংস অপশন থেকে ON করে দিলেই নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হতে থাকবে।
Read More »

ফ্রিতে WhatsApp এর মেয়াদ বাড়িয়ে নিবেন যেভাবে

What's app বর্তমানে সবাই চালাই। তাই এটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু এটি মাত্র ১ বছরের জন্য ফ্রী । ১ বছর পর আপনার ৭০ টাকা বা 1$ কেটে নিবে।এভাবে প্রতি বছরে আপনার ৭০ টাকা করে কাটবে What'sApp. টাকা দেয়াও বিশাল ঝামেলা। ক্রেডিট কার্ড ও সবার নেই।

এখন থেকে ফ্রীতে WhatsApp চালান আজীবন ।

প্রথমে Whats App ওপেন করুন।

এবার Whats App Settings এ যান।

এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি।

পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার দিন, এবং পরে নতুন নাম্বার দিন। (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে)

এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।
এবার চলে যাই আসল ট্রিক্সে।

উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে।

এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে Whats App এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।

মেয়াদ বেড়েছে কিনা জানার জন্য *.Go to Setting> Payment Info.
Read More »

Facebook এ সিঙ্গেল নাম করতে চাচ্ছেন

কিভাবে facebook এ নাম সিঙ্গেল করা যায় সেটা বলছি ।এটা শুধু পিসি, এন্ডয়েড এবং জাভা মোবাইল দিয়ে করা যাবে ।

এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য পিসি দিয়ে যা করতে হবেঃ

১. ফায়ারফক্স ওপেন করে “Tools” এ ক্লিক করে “Options” এ ক্লিক করুন।
২. নতুন একটি উইন্ডো আসবে, ওইটার  “Advanced” ট্যাবে ক্লিক করুন।তারপর “Network” ট্যাবের “Settings” এ যান।
৩. “Connection Settings” নামের একটি উইন্ডো আসবে।
৪. “Manual Proxy Configurations” সিলেক্ট করুন এবং HTTP Proxy তে নিচের প্রক্সিটা বসান; 119.235.16.41 ।
৫. “Port” এ 8080 লিখুন, “use this proxy server for all protocols” এর বক্স এ টিক দিন এবং সেভ করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
বিঃদ্রঃ(যাদের এই poxy টা কাজ  না করবে তারা সাইট থেকে যে কোন একটা poxy কপি করে নিন সাইট )
৬. এইবার আপনার ফেসবুক আইডিতে লগইন করুন, ভাষা পরিবর্তন করে “Bahasa Indonesia” সিলেক্ট করুন।
৭. এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড
দিয়ে সেভ করুন। এবার দেখন আপনার এক শব্দের নাম হয়ে গেছে। প্রোক্সি চেইঞ্জ করলে নেট একটু স্লো হয়ে যাবে  ।


এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য java মোবাইল দিয়ে যা করতে হবেঃ

নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা। তাই আপনার Official Uc { যে কোনো র্বাসন } Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server যান ১ম বক্সে এটা দিবেন 118.98.35.251:8080 ২য় বক্সে দিবেন m.facebook.com এবার ফেসবুকে ঢুকে Languag -Bahasa (Indonesia) select করুন । তারপর আবার sett.&privacy এ গিয়ে General--Name-- ১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন ।কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে।

এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য andorid মোবাইল দিয়ে যা করতে হবেঃ

১মে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন(এইটা দিয়ে আইপি হাইড করা হয়) MediaFire link
যে কোন ব্রাউজার (opera, UC Browser) সহ প্রায় সকল ব্রাউজার দিয়ে ফেসবুক এর প্রোফাইল নাম চেঞ্জ করে এক শব্দের করতে পারবেন
এখান থেকে poxy সংগ্রহ করুন।তার পর Proxy setting software টি OPEN করুন। ডানে বামে স্লাইড করে! Disclaimer পেজে গিয়ে I read and accept the terms and condition এ টিক চিহ্ন দিয়ে Accept এ Click করুন ।তারপর ১ম অপশন যেটা আছে poxy selector এ গিয়ে hostname এ poxy এবং নিচেরটাতে port সেভ করুন।তারপর Configuration checker এ প্রবেশ করুন, যদি Proxy and port কার্যকর হয় তাহলে চারটা সবুজ চিহ্ন উঠবে। যদি সবুজ চিহ্ন না আসে তবে অন্য প্রক্সি দিয়ে ট্রাই করুন। সবুজ চিহ্ন আসার পর আপনার ফোনের অপেরা ইউসি অথবা যে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করে ।ল্যাঙ্গুয়েজ সেটিং এ ক্লিক করে Bahasa Indonesia সিলেক্ট করুন।এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।
Facebook আমি
Read More »