নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার বিষয়টিকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করছেন। যারা নতুন এই সেবাটিকে ঝামেলা মনে করছেন তারা চাইলেই বন্ধ করে রাখতে পারেন সেবাটিকে। আর এ জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে।
ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করে রাখুন
ভিডিওর অটো প্লে অপশনটি ফেসবুক তার ব্যবহারকারীদের সুবিধার জন্যই চালু করেছে। তবে এটি বন্ধ করতে হলে প্রথমেই যেতে হবে সিটিংস অপশনে। তারপর সেখান থেকে ভিডিও লিখা অপশনে ক্লিক করার পর 'অটো প্লে ভিডিওস' লিখা আসবে। সেখানটার ডান দিকে থাকা Default বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেন্যু চলে আসবে। সেখানে Off লিখা অপশনটি নির্বাচিন করে দিলেই বন্ধ হয়ে যাবে নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে প্লে হওয়া ভিডিওগুলো।আবার পরবর্তীতে কোনো সময় অটো প্লে'র প্রয়োজন মনে করলে একই সেটিংস অপশন থেকে ON করে দিলেই নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হতে থাকবে।