হ্যাক হলেও ফিরে পাবেন ফেসবুক একাউন্ট

২০০৪ সালে শুরু হওয়া ফেসবুক নামক সামাজিক যোগাযোগ সাইটের সাথে নিশ্চয়ই কাউকে নতুন করে পরিচয় করিয়ে হবেনা। কম বেশি সবারই সেখানে একাউন্ট থাকার সুবাদে সুখকর অভিজ্ঞতার পাশাপাশি কষ্টকর অভিজ্ঞতাটাও অনেকেরই থাকার কথা। আজকে কষ্টকর দিকটি নিয়ে আগাবো এবং এর একটি সমাধানের চেষ্টা করবো।
 
 
 বাংলাদেশে জনপ্রিয় হওয়া ফেসবুকে কম বেশি অনেকেরই একাউন্ট কোননা কোন ভাবে হ্যাক হয়ে থাকতে পারে। দেখা গেছে কোন একটি স্ক্যাম কিংবা এপ্সের কবলে পড়লেন। অথবা কোন ভাবে আপনার সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় ইমেইল হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক হয়ে ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেল। এবং হ্যাকার আপনার ব্যবহৃত পাশওয়ার্ড টিও পরিবর্তন করে ফেললো। এখন কি করবেন??
শুধু মাত্র ফান করার জন্য হলে একাউন্টের চিন্তাটা না করলেও চলে. কিন্তু লক্ষনীয় যে, আজ কাল সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম নয় আরো নানাবিধ ব্যক্তিগত ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত হয়। তখন তো আপনাকে এই আইডি রিকভার করতেই হবে। আইডি রিকভার করার নান উপায় আছে, তার মধ্যে আজকের উপায়টি পরিবেশিত হলঃ
হ্যাককৃত ফেসবুক আইডি পুনোরুদ্ধারঃ
. এড্রেস বার থেকে www.Facebook.com/hacked প্রবেশ করুন
. My Account Is Compromised ক্লিক করে এগিয়ে যান
 
. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে
 
Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name এই তিনটি অপশানের যেকোন একটি তে প্রয়োজনীয় তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক করুন
 
. Security Check অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান
 
. আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম থাকবে, This Is My Account ক্লিক করে এগিয়ে যান
 
. এখানে আপনার ব্যবহৃত পুরনো পাশওয়ার্ড এখানে প্রবেশ করান
 
. ফেসবক তথ্য গুলো সঠিক দেখালে পরবর্তী ষ্টেপ গুলো আপনাকে দিবে, সেভাবে আগালে আশা করি আপনার ফেবু আইডিটি স্বশরীরে ফিরে পাবেন
 
একাউন্ট হ্যাক সম্বন্দে আরো জানতে পারেন ফেবু হেল্প সেন্টারে http://www.facebook.com/help/hacked
একাউন্ট ফিরে পান কিংবা না পান সব সময় অনলাইনে নিরাপদ থাকতে করনীয় কিছু বিষয় খেয়াল রাখবেন
Read More »

ফেসবুক একাউন্টে অনাকাংখিত পর্ন ফটো আসুন দূর করি

ইদানিং অনেক পরিচিত ব্যক্তিবর্গের টাইমলাইনে পর্ণ পোস্ট দেখা যায়। হঠাৎ করে দেখলেই আমরা তাকে খারাপ ভাবতেও পারি। কিন্তু আসলে কি তাই? তিনি কি ইচ্ছা করে এসব পোস্ট করেছেন?
আসলেই তিনি এসব পোস্ট করেন নি বা জানেনও না। তাহলে কিভাবে টাইমলাইনে আসল আপনার মনের মাঝে প্রশ্ন জাগতে পারে। আসুন আমি বলছি কিভাবে এসব পোস্ট আপনার টাইমলাইনে আসে এবং এর সমাধান কি । তার আগে কয়েকটি কথা বলে নেই......
কিছু পন্ডিত এই পোস্টের কমেন্টে জেনে না জেনেই আমাকে জ্ঞান দিবেন, হয়ত গালিও শুনতে পারি। কিন্তু বাস্তবতা কি জানেন? আসলে খুব সাধারণ মানুষগুলো না জেনেই এসব বীপদের সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় স্কুল কলেজের শিক্ষকের টাইমলাইনেও এসব বাজে পোস্ট দেখা যায়। এখন ঘঠনা কি দাঁড়াল? যদি ওই টিচারে সাথে কোন শিক্ষার্থী এড থাকেন তাহলে নিঃসন্দেহে তার সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে।
কেন এসব পোস্ট অন্যের টাইমলাইনে না এসে আপনার টাইমলাইনেই আসে?
অনেক সময় মনের ভুলে এমন কোন ফেসবুক এপস এর সাথে যুক্ত হয়ে গেলেন যার দ্বারা আপনাকে আজকের এই লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হলো। হতে পারে কোন সাইটে (লগিন উইথ ফেসবুক) করার মাধ্যমে অথবা কোন মজার মজার গেমসের মাধ্যমে। এছাড়াও আরো কতগুলো কারনে এমনটা হতে পারে (যেমনঃ ব্রাউজার এডন্স অথবা এক্সটেনশন)।
এইতো জানলেন এমন পরিস্থিতিতে পড়ার কারন গুলো।
তাহলে এমন পরিস্থিতিতে মুক্তি পাওয়ার উপায় কি ?
আপনার ফেসবুক আইডিটি যেমন নিতান্তই আপনার, তেমনি ভাবে এর রক্ষণাবেক্ষনের মাধ্যমে নিজের মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভুলে যাবেন না ভার্চুয়াল জগতে আপনাকে দেখে নয়, আপনার টামলাইন দেখেই আপনার স্বভাব চরিত্র সম্পর্কে অপরিচিতরা ধারণা লাভ করেন। কথা না বাড়িয়ে তারপর বলছি......
এই সমস্যার মূল সমাধানের জন্য ‪#‎সেটিংস‬ অপ্সহানে যেতে হবে। সেখানে ‪#‎Apps‬ নামে একটি বাটন দেখতে পাবেন। তারপর #Apps এ গিয়ে অজানা সকল এপস রিমুভ করে দিন। যেসব এপস ট্রাস্টেড লিস্টে আছে সেগুলো রিমুভ না করলেও সমস্যা নেই (যেমনঃYouTube, Microsoft, Pinterest, Skype ইত্যাদি ) । তবে ভালো ভাবে খেয়াল করে যেগুলো আপনার কাছে রিস্ক মনে হয় সব রিমুভ করে দিন।
আশাকরি সবার উপকারে আসবে। আমার জ্ঞানের ক্ষুদ্র পরিসরে যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Read More »

ফেসবুক হ্যাক করার নিয়ম

আপনি কি কখনো লিখেছেন কারো ফেসবুক একাউন্ট কিভাবে হ্যাক করতে হয়? অথবা জানতে চেয়েছেন আমি একজনের একাউন্ট হ্যাক করতে চাই। কেউ কি আমাকে হ্যাক করার পদ্ধতি জানাবেন? তাহলে এই পোষ্টটি আপনার জন্য।

Facebook হ্যাক করার এক্স্যাক্ট কোন উপায় নাই। কারণ ফেবূ অথোরিটি অতোটা বোকা না, যে সাইটের কোন দুর্বলতা রাখবেন। তবে আপনি জার আকাউন্ট হ্যাক করবেন সে যদি বোকা হয় আপনি তাহলে Phishing পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবে আধুনিক ব্রাউসার অ্যান্টি ফিসিং থাকে।

 যত কম জ্ঞান তত বেশি অহমিকা, যত বেশি জ্ঞান তত কম অহমিকা।
Read More »