ফেসবুক ব্যবহার ছেড়ে দিতে চান ? যেভাবে পারম্যানেন্টলি আপনার ফেসবুক আইডি ডিলেট করবেন ।

ফেসবুক ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন ? আর ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন না ? যদি আপনি মনে করেন আপনার ফেসবুক আইডি পারম্যানেন্টলি ডিলেট করে দেয়াই ভালো হবে তাহলে এই পোস্টটি আপনার জন্য সহায়ক হবে ।

ফেসবুক একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট করতে প্রথমে

https://www.facebook.com/help/delete_account এখানে ক্লিক করুন আপনাকে দেখানো হবে আপনি কি সত্যিই ফেসবুক ডিলেট করতে চাচ্ছেন টিক চিহ্ন দিন তারপর পাসওয়ার্ড চাইতে পারে শিউর হওয়ার জন্য আসলেই আপনি ফেসবুক একাউন্ট ডিলেট করতে চাচ্ছেন কিনা যদি পাসওয়ার্ড না চায় তাহলে ক্যাপচা ভেরিফিকেশন চাইতে পারে অথবা আপনি রোবট কিনা অথবা কোন এপস ব্যবহার করে অটোমেটিক ডিলেট হচ্ছে কিনা সেটাও চেক করবে তারপর ডিলেট বাটনে ক্লিক করুন।

এখন একটি নোটিফিকেশন দেখাবে আপনি সত্যি যদি ডিলেট করতে চান তাহলে ১৪ দিনের মধ্যে অাপনার ফেসবুক একাউন্ট অটোমেটিক ডিলেট হয়ে যাবে ।

এর মধ্যে যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ‍পুনারায় ফেসবুকে লগিন করে তাহলে একাউন্ড পুনরায় একটিভ হয়ে যাবে আর যদি ১৪ দিনের মধ্যে আর লগিন না করেন তাহলে আপনার একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট এবং আপনি সফলভাবে আপনার ফেসবুক একাউন্ড ডিলেট করতে পেরেছেন ।

কনগ্রাচুলেশন ফেসবুক ছেড়ে দেওয়ার মতো কাজ সবাই পারে না।