শুরুতে শুধুমাত্র স্পেন ও আয়ারল্যান্ড এই দু`টি দেশ এই সুবিধা পাচ্ছে। এখন থেকে এই দুই দেশে ফেসবুকে কোনো পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো Love, Haha, Yay, Wow, Sad, Angry।
ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট, লেখা অনুযায়ী ইমোজি বাটনে চাপ দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।
এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।