এর মানে হচ্ছে, এখন থেকে যে কারও পুরোনো
পাবলিক পোস্ট অন্য ফেসবুক ইউজারের সার্চ রেজাল্টে দেখা যাবে। ধারণা করা
হচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যাতে সংবাদ বা তথ্যের সন্ধানে অন্য সাইটে না
গিয়ে ফেসবুকেই থাকে, সেজন্যে এই পরিবর্তন আনা হয়েছে।
বিশ্বে যখন বড় কোন ঘটনা ঘটে, তখন অনেকেই
ফেসবুকে তাদের পরিচিতজনরা সে ঘটনায় কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটা জানতে
চান। নতুন এই ফিচার যুক্ত হওয়ার পর এখন ফেসবুক ব্যবহারকারীরা সার্চ করে
সহজেই এ ধরণের ঘটনায় মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করতে পারবেন।
ফেসবুকের টম স্টকি বলেন, কোন একটা
মুহূর্তে বিশ্বের বেশিরভাগ মানুষ কোন বিষয়টি নিয়ে কথা বলছেন, ফেসবুকের
সার্চ রেজাল্ট থেকে সেটা এখন সহজে বোঝা যাবে।
টুইটারে মোমেন্টস বলে যে নতুন ফিচার যুক্ত
হয়েছে অনেকে ফেসবুকের এই নতুন ফিচারকে তার সঙ্গে তুলনা করছেন। তবে যারা
চান না তাদের পুরোনো পাবলিক পোস্ট সার্চ রেজাল্টে দেখা যাক, তারা অপশনে
গিয়ে চাইলে তা বন্ধ করে দিতে পারবেন।