কত মানুষের ফেসবুক আছে?

বিশ্বের যত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের অর্ধেকের বেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১৫৫ কোটিতে। ৪ নভেম্বর বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক। ওই প্রতিবেদনে ফেসবুক ব্যবহারকারীর ওই সংখ্যা উল্লেখ করা হয়েছে। ফেসবুকের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা একবছর আগের তুলনায় বেড়েছে ১৪ শতাংশ।
বুধবার ফেসবুক বলছে, চলতি বছরের তৃতীয়ার্ধে তাদের মুনাফা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ১০ লাখ ডলারে।
ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, আমাদের মুনাফার পরিমাণ ভালো এবং ব্যবহারকারীও বেড়েছে। তিনি বলেন, পুরো বিশ্বকে যুক্ত করতে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি।
বিশ্লেষকরা বলছেন, ব্যাপক অনলাইন বিজ্ঞাপনই ফেসবুকের আয়ের উৎস। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকে যুক্ত করার মধ্যদিয়ে ফেসবুক তার ক্ষেত্র বিস্তার ঘটিয়েছে। ফলে আয়ও বাড়ছে।

তৃতীয় প্রান্তিকে ফেসবুকের উল্লেখযোগ্য বিষয়
  • সেপ্টেম্বর প্রান্তিকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১০০ কোটি ১০ লাখ যা গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ১৭ শতাংশ বেশি।
  • দৈনিক মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারী ৮৯ কোটি ৪০ লাখ যা গত বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি।
  • মাসিক সক্রিয় ব্যবহারকারী ১৫৫ কোটি যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
  • মোবাইলে মাসিক সক্রিয় ব্যবহারকারী ১৩৯ কোটি যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।