আস সালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের সামনে একেবারে
নতুন একটি ফেসবুক টিপস নিয়ে হাজির হয়েছি । আপনার ফেসবুক প্রফাইল পিকচার এ
থাকবে একটি ফটো কিন্তু টাইমলাইনে গিয়ে দেখা যাবে অন্য ফটো । আপনি এ পদ্ধতি চালু করতে হলে অবশ্যই কম্পিউটার দিয়ে ফেসবুকে লগিন করতে হবে ফায়ারফক্স কিংবা গুগল ক্রম ব্রাউজার দিয়ে ।
তাহলে শুরু করা যাক একেবারে সহজ পদ্ধতি ।
ধাপ নং এক: প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন ।
ধাপ নং দুই: এখানে ক্লীক করুন > https://www.facebook.com/me/photos_albums
ধাপ
নং তিন : প্রফাইল পিকচার এলবাম ওপেন করুন, আপনি টাইমলাইনে যে পিকচার
দেখাতে চান তা ক্লিক করুন । এবার ইউআরএল দেখুন
facebook.com/photo.php?fbid=627777633952485 একটা কোড লেখা আছে সেটা কপি করুন । (এটা আমার ফটোর কোড)
ধাপ
নং চার: আপনার বর্তমান প্রফাইল পিকচারের উপর এডিট প্রোফাইল পিকচার ক্লিক
করুন টাইমলাইন থেকে, এডিট থাম্বনেইল ক্লীক করুন । একটা নতুন পপ আপ উইন্ডো
ওপেন হবে । সেখানে আপনার পিকচার আসবে আপনি প্রোফাইল পিকচার এর উপর রাইট
ক্লিক করুন তারপর ইন্সপেক্ট ইলেমেন্ট ক্লীক করুন ।
মাউসের পয়েন্টার
নিচে ঘুরান দেখবেন <form
action="https://upload.facebook.com/save_square_pic.php" এরকম একটা কোড
আসবে তার বাম পাশে ছোট একটা এরো চিহ্ন আছে সেটাতে ক্লীক করুন তারপর তারপর
মাউসের পয়েন্টার একটু নিচে নিলে দেখবেন <input type="hidden"
autocomplete="off" name="photo_fbid" value="627777633952"> একটা কোড আসবে এখান থেকে আপনার কপি করা ফটোর কোড দিয়ে পেস্ট করুন চেপে ।
প্রথমে
কোড সেলেক্ট করুন তারপর রাইট বাটনে ক্লীক করে এডিট ইন এইচটিএমএল মোড করে
নিতে পারেন তারপর ctrl+v চাপুন পেস্ট করুন (ফায়ারফক্সের জন্য)
প্রথমে কোড সেলেক্ট করুন তারপর ctrl+v চাপুন পেস্ট করুন (গুগল ক্রোমের জন্য)
এবার কোড গুলার উপর যেখানে খুশি অবশ্যই একবার ক্লিক করুন ।
শেষ ধাপ : আপনার কাজ শেষ এখন সেভ ফটো তে ক্লীক করুন দেখবেন সেভ হয়ে গেছে আর ইন্সপেক্ট ইলেমেন্ট অপশন বন্ধ করে দিন ।