স্টিকার সমূহ কাওকে পাঠাতে দেখেছেন কিন্তু নিজের কাওকে পাঠাতে ইচ্ছা করেনি,
এমন মানুষ হয়ত বিরল। যদিও এন্ড্রয়ড/আইওএস ব্যবহারকারীরা তাদের মোবাইলের
মেসেঞ্জার থেকেই পাঠাতে পারেন কিন্তু যারা পিসি ইউজার তারা কি করবেন? আসুন, এসব এখন
পিসি থেকেও পাঠাই...যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে Add-on টা ডাউনলোড করে ইন্সটল করুন আর যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে এক্সটেনশনটা ডাউনলোড করে ইন্সটল করুন...
ফায়ারফক্সে এই Add-on এর সাইজ ৩.৩ মেগাবাইট আর গুগল ক্রোমে এই Extension এর সাইজ ২.৯৫ মেগাবাইট
ইন্সটল করার পর ফেইসবুকে লগিন করুন। দেখবেন, চ্যাট বক্সে নিচের মত একটা চিহ্ন এসেছে...
সেটাতে
ক্লিক দেয়ার পর একটা পেইজ আসবে, যেখানে আপনাকে লগিন করতে বলবে। জাস্ট
Login এ ক্লিক দিন আর ফেইসবুক পেইজটা একবার রিফ্রেশ করুন। এরপর দেখুন
ম্যাজিক!!