ফেইসবুক ফ্রেন্ডদেরকে পিসি থেকেই পাঠান পছন্দের স্টিকারসমূহ

স্টিকার সমূহ কাওকে পাঠাতে দেখেছেন কিন্তু নিজের কাওকে পাঠাতে ইচ্ছা করেনি, এমন মানুষ হয়ত বিরল। যদিও এন্ড্রয়ড/আইওএস ব্যবহারকারীরা তাদের মোবাইলের মেসেঞ্জার থেকেই পাঠাতে পারেন কিন্তু যারা পিসি ইউজার তারা কি করবেন? :P আসুন, এসব এখন
পিসি থেকেও পাঠাই...যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে Add-on টা ডাউনলোড করে ইন্সটল করুন আর যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে এক্সটেনশনটা ডাউনলোড করে ইন্সটল করুন...
ফায়ারফক্সে এই Add-on এর সাইজ ৩.৩ মেগাবাইট আর গুগল ক্রোমে এই Extension এর সাইজ ২.৯৫ মেগাবাইট :)
ইন্সটল করার পর ফেইসবুকে লগিন করুন। দেখবেন, চ্যাট বক্সে নিচের মত একটা চিহ্ন এসেছে...

সেটাতে ক্লিক দেয়ার পর একটা পেইজ আসবে, যেখানে আপনাকে লগিন করতে বলবে। জাস্ট Login এ ক্লিক দিন আর ফেইসবুক পেইজটা একবার রিফ্রেশ করুন। এরপর দেখুন ম্যাজিক!!