ফেসবুক কমেন্টে স্টীকার বাটন যুক্ত করুন

ফেসবুকে কমেন্ট সিস্টেমে স্টিকার যুক্ত করা হচ্ছে প্রাথমিক ভাবে অষ্ট্রেলিয়ার ফেসবুক ব্যাবহারকারীরা এই সুবিধা পেল । Hola প্রক্সি ব্যবহার করে লোকেশন অষ্ট্রেলিয়া সেলেক্ট করলে বাংলাদেশে থেকে ও এই সুবিধা পেতে পারেন । তাহলে আসুন দেখে নেই আপনি কিভাবে ফেসবুক কমেন্ট এ যুক্ত করবেন  স্টিকার


ফায়ারফক্স থেকে ইনষ্টল দিনঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/hola/

গুগল ক্রোম থেকে ইনষ্টল দিনঃ https://chrome.google.com/webstore/detail/hola-better-internet/gkojfkhlekighikafcpjkiklfbnlmeio?hl=en

এইবার ফেসবুকের হোমপেজে যান, এখন HOLA এডঅন্স এর উপর ক্লিক করে অষ্ট্রেলিয়া সেলেক্ট করুন,
অল্প কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন HOLA একটিভ হবে এবং ফেসবুক হোম পেজ অটোমেটিক একবার রিফ্রেশ হবে ।

এখন যে কোন ফেসবুক গ্রুপ এ প্রবেশ করুন , তারপর যে কোন পোষ্ট এর নিচে দেখবেন কমেন্ট এর অপশনে স্টিকার অপশন যুক্ত হয়েছে । এখন যে কোন স্টিকার সেলেক্ট করুন আর কমেন্ট করুন ।
সাথেই থাকুন হাজির হবো আরে নতুন নতুন ফেসবুক টিপস এন্ড ট্রিকস নিয়ে ।